আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের কূখ্যাত মূলহোতা কালামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।এবং চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করেছেন গাইবান্ধার পুলিশ।
গত (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে প্রথমে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালামকে সুন্দরগঞ্জ থানাধীন চৌমুনী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর মূলহোতা কালামের দেয়া তথ্য অনুযায়ী বাকি দু’জনকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।
আটককৃতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার মৌজামালি বাড়ী গ্রামের দুলালের ভিটার মৃত দুলা মিয়ার ছেলে মোটরসাইকেল চোরের মূলহোতা কালাম, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালের ভিটা এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে মইনুল মিয়া ওরফে পিচ্চু, একই উপজেলার কালদহ এলাকার মৃত মহির উদ্দিন এর ছেলে আঃ জব্বার ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সর্বমোট ১৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । এরিমধ্যে গাইবান্ধা সদর থানায় ৪ টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। শুক্রবার সকালে গাইবান্ধা সদর থানা চত্বরে জেলার সাংবাদিকদের প্রেসবিফিং করে এসব তথ্য জানান গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।