মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধিঃ
উজান থেকে ধেয়ে আসা বন্যার পানিতে প্লাবিত হয়ে যাওয়া ও নদীগর্ভে বিলিন হয়ে যাওয়া আত্রাই নদীর তীরবর্তী বসবাসরত মানুষদের এখনো দুঃখ কষ্টের লাঘব ঘটেনি।তারা পায়নি সরকারী ভাবে কোন সাহায্য সহযোগীতা।
কিন্তু সরকারের মান টিকিয়ে রাখতে প্রতিবারের ন্যায় এবার ও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন কে বিভিন্ন সময়ে অজস্র বার দেখা গিয়েছে ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সাহায্য সহযোগীতা নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।
দলের অনেকেই যখন চেয়েছিলো সরকার দিকে,ঠিক তখনই তিনি (সুমন) সরকারের দিকে না তাকিয়ে না চেয়ে থেকে সরকারের মুখ উজ্জল করতে ব্যক্তি উদ্যোগে নিজ তাহবিল থেকে অর্থ ব্যায় করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই-ই নয়, ধারাবাহিক ভাবে দান করেছে এবং এখনো ধারাবাহিক ভাবেই করছেন।
সেই সাথে তিনি বৈশ্বিক মহামারী করোনার মধ্যে নিজের জীবনের মায়া ত্যাগ করে ও পরিবারের কথা চিন্তা না করে বিভিন্ন হাটে বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষদের “করোনা” ভয়বহতা সম্পর্কে লিফটে বিতরণ ও মাইকিং করে সচেতন করেছেন।সেই সাথে তিনি হ্যান্ড স্যাটিনাইজার, মাস্ক, সাবান সহ বিভিন্ন ধরনের পণ্য বিতারণ করেছেন যা, এখনো করছেন।
আজ ৩১।০৮।২০২০ইং রোজ সোমবার আত্রাই উপজেলার বন্যা কবলিত এলাকা গন্ডগোহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় ৩০০ পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা ও ত্রাণ সামাগ্রী দিয়ে সহযোগীতা করেন।
অসহায় মানুষ গুলো এই নিপদ মুহূর্তে নগদ ৩ হাজার করে টাকা ও ত্রাণ সামাগ্রী পেয়ে অনেক আনন্দিত হয়েছেন বলে,অনেকের সাথে মুঠোফোনে কথা বলে জানাযায়।সেই উনারা বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনয়ের সাথে বলছি,আপনি নওগাঁ-৬ আসনে এ্যাডভোকেট ওমর ফারুক সুমন ভাইকে নৌকার মাঝি হিসাবে রাখবেন।
এ বিষয় এমপি প্রার্থী সুমনের সাথে মুঠোফোনে কথা বলা হলে: তিনি বলেন,আপনারা জানেন যে, আমি নওগাঁ-৬ আসনের মানুষদের পাশে বিপদে আপদে সব সময় পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যৎতে ও থাকবো ইনসাল্লাহ্।নওগাঁ-৬ আসনের উপ- নির্বাচনের বিষয় নিয়ে কথা বলা হলে; উনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে মনোনয়ন দিবেন।আর যদি তা না মনে করেন যাকে দিবে আমি তার পক্ষ নিয়েই নির্দ্বিধায় তার হয়ে মাঠে কাজ করবো নৌকার জয়ের লক্ষ্য।
নগদ অর্থ ও ত্রাণ সামাগ্রী বিতারণ কালে উপস্থিত ছিলেন,কালিকাপুর ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাদিম, ইউনিয়ন আওয়ামিলীগের সহ- সভাপতি আলমগীর হোসেন,আওয়ামিলীগ নেতা নুরুল ইসলাম নুরু সহ দলীয় অনেক নেতাকর্মীরা।