নিজস্ব প্রতিবেদকঃ
আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিঃ কথিত কমিটির সদস্যদের কাউকে সমবায় অধিদপ্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে।
জানাগেছে,সম্প্রতি আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের নামে কথিত একটি অন্তর্বর্তীকালীন কমিটি করে ব্যাপক চাঁদাবাজি ও প্রতারণার চেষ্টা করছে কতিপয় ব্যক্তি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন আজিজ কো-অপারেটিভ থেকে বহিস্কৃত ও সমবায় অধিদপ্তর থেকে প্রাথমিক সদস্যপদ হারানো এস এম হারুন-অর-রশিদ ও প্রেম কুমার মন্ডলসহ প্রতিষ্ঠানটি থেকে বহিস্কৃত কয়েক ব্যক্তি। গত শনিবার তারা ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞায় সেখানে সমাবেশ করতে ব্যর্থ হয়েছে তারা। আজ রোববার সমবায় অধিদপ্তরের স্মারকলিপি দেয়ার নামে মহড়া দেয়ার চেষ্টা করছিল এই পক্ষটি। বেলা সাড়ে বারোটার পর থেকে কিছু লোক সমবায় অধিদপ্তর এর আশপাশের জড়ো হয়। এরপর তারা অধিদপ্তরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। অধিদপ্তরের দায়িত্বরত আনসার সদস্যরা তাদেরকে ভিতরে প্রবেশ করতেই দেয়নি। কথিত এই কমিটির একজন সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তার রেফারেন্স দিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করলে আনসার সদস্যরা তা প্রতিহত করেন। পরে তারা উপায়ন্তর খুঁজে না পেয়ে সেখান থেকে সরে আসেন।
সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক খোরশেদ আলম জানিয়েছেন, আমরা আজিজ কো-অপারেটিভ নাম করে স্মারকলিপি দেয়ার নামে যারা আসছিল তাদের কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি।
এদিকে, কথিত কমিটির সদস্যরা ভিতরে ঢুকতে ব্যর্থ হয়ে করোনার কারণে ঢুকতে পারেননি বলে প্রচারণা চালানোর চেষ্টা করছেন।