নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলমের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রবিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, একজন প্রবীণ আইনজীবী হিসাবে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তিনি।