ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জমির দখল বুঝে পেলো জয়রামপুর উচ্চ বিদ্যালয় ও ওয়াকফ্ কমিটি।
জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর উচ্চ বিদ্যায়লয়ের নিজ নামীয় ১ একর ৫০ শতক ও একই মৌজার রাখালপীর ওয়াকফ্ স্টেটের ২ একর ২৪ শতক জমি জয়রামপুর গ্রামের কতিপয় ভূমিদস্যূ দীর্ঘ ১ বছর যাবত পেশী শক্তির বলে বিদ্যালয় ও ওয়াকফ্ স্টেট কমিটিকে চাষাবাদে বাধা প্রদান করে আসছিল। বিষয়টি ওয়াকফ্ প্রসাশক, ঢাকা হতে জেলা প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকতা বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পত্র মারফত অবগত করেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সরকারি সার্ভেয়ার ও অন্যান্য স্টাফ ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় সরেজমিনে জমির পরিমাপ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উক্ত ওয়াকফ্ কমিটিকে জমির দখল বুঝে দেন।