আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁওঃ
অধিকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঠাকুরগাঁওয়ে ঢাকাস্থ সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর ) দুপুরে জেলা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদিক নেতারা বলেন, জেলার সাংবাদিকদের অধিকার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সকলকে সম্মিলিত উদ্দ্যোগে কাজ করতে হবে। জেলায় কোন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার ও অসচ্ছল সাংবাকিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে। তবে অবশ্যই সাংবাদিকতা করতে হবে নিষ্ঠার সাথে দায়িত্বের সাথে। তারা আরো বলেন, অতিতে সাংবাদিকদের পাশে থেকে আমরা কাজ করেছি আগামীতেও সাংবাদিকদের পাশে থাকবো।
ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওহায়েদুল আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষসহ ঢাকাস্থ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতারা দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সফরকালে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির নেতাদের আমন্ত্রনে এ মত বিনিময় সভায় অংশ নেন।