নিজস্ব প্রতিবেদক:
আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আল রশীদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।