ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আগামী ৩১শে জানুয়ারি ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন ও সাধারন সদস্য পদে ৭ জন প্রার্থী শেষ দিনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক জানান, বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) প্রার্থী প্রত্যাহার শেষ দিনে ১নং বুলাকিপুর ইউপি থেকে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে ২ জন রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ২নং পালশা ইউপি থেকে চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে ১জন ফয়সাল আলম প্রধান, ৪নং ঘোড়াঘাট ইউপি থেকে চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে ১জন আবুল বাসার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ও ৩নং সিংড়া ইউপি থেকে চেয়ারম্যান পদে ৭ জনের মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এছাড়াও উপজেলার ৪টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জনের মধ্যে ২জন ও সাধারন সদস্য পদে ১৭৫ জনের মধ্যে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।