নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী কে বিজয়ী করার লক্ষে সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর টিম প্রচারণা চালায়। গতকাল শুক্রবার (৭ জানুয়ারী) সকাল-সন্ধ্যা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম.নাফিউল করিম নাফা। প্রচারনায় অংশগ্রহণ করেন উপ-বন ও পরিবেশ সম্পাদক রাজিব মজুমদার রাজু, উপ-গনযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক তানভির আকতার শিপার, উপ-সম্পাদক আবদুল্লাহ হেল কাফি, উপ-সম্পাদক আফসারুজ্জামান, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য রাজিবুল হাসান, জাতীয় কমিটির সদস্য রফিকুন্নবী সাথী, জাতীয় কমিটির সদস্য এড.নোমান তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দ।প্রচারণার শেষে একটা উঠান বৈঠক ও মিছিল হয়। উঠান বৈঠকে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভীকে আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। পরে বিশাল এক মিছিলে অংশগ্রহণ করেন।