ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শীতকালীন প্রশিক্ষণে ১১,পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার উপজেলার ডুগডুগীহাট কলেজে সকাল ১০টায় ১১, পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চল এর সার্বিক তত্ত¡াবধানে ১৭ ই বেংগল সার্বিক ব্যবস্থাপনায় এবং ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর পরিচালনায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাট কলেজ প্রাঙ্গণে গরীব দুস্থ জনসাধারণের জন্য একটি ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করে সেনাবাহিনী।
দিনব্যাপী এই কার্যক্রমে ৬’শ জন গরীব দুস্থ জনসাধারণকে বিনামূল্যে মেডিক্যাল চেকআপ এবং ঔষধ বিতরণ করা হয়। এসময় জিওসি-১১, পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল একে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি, ২৬ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহাদত সিকদার, এফডবিøওসি , পিএসসি, ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্ণেল মোছাঃ তহমিনা আক্তার এমফিল্ড এবং ১৭ই বেংগল এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আল মুইদ আহমেদ সহ সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন এ রোগী দেখেন চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. কর্ণেল কাজী সেলিম ইয়াজদী, গাইনি বিশেষজ্ঞ কর্ণেল সাহনুর চিশতী, কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডা. মেজর মোহাম্মদ মোস্তাহিদ, লে: কর্ণেল তহমিনা আক্তার অধিনায়ক,২১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সালসাবিন সামিরা।