নিজস্ব প্রতিবেদক:
বরিশালে নৌপথে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের রাষ্ট্রিয় অর্থে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড। জাতীয় প্রেসক্লাবের সামনে ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন। মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক নেতা নাসির উদ্দীন বুলবুল, মো. সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, মো. মুরাদ, মো. মিরাজ, কবি গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মাসুদ কামাল প্রমুখ।
এসময় সেভ দ্য রোড-এর নেতৃবৃন্দ অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত, যে সকল লঞ্চ অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখেনি এবং রিকন্ডিশন মেশিনে নির্মিত সেই সকল লঞ্চের রুট পারমিট বাতিলের জানিয়েছেন।