নরসিংদী প্রতিনিধি॥
নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার অধীন ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর-২০২১)নব-নির্বাচিত এ চেয়ারম্যানদের শপথ পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান নব-নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা বিধি মোতাবেক যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। আইন ও বিধি-বিধান সম্পর্কে আপনাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারি রাজস্ব আদায় ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অবদান রাখবেন। আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করে তাদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে কাজ করবেন।
শপথ গ্রহণকারী নব-নির্বাচিত চেয়ারগণ হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শাহিন, আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু।
রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ মোর্শেদ রাসেল, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌস কামাল জুয়েল, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান শিকদার, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বসুর উদ্দিন সরকার, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন এবং মির্জারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডিডিএলজি ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম উপস্থিত ছিলেন।