নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং ভাষা শহীদদের স্মৃতিস্তম্ব উদ্বোধন করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন্নেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামীমা পারভীন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবীর শাহ্, ম্যুরালের চিত্র শিল্পী প্রদ্যোত কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহ্নাজ সিদ্দিকী।
উদ্বোধনের আগে জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধা করা উচিৎ। আমরা সেই দৃষ্টিকোন থেকেই বঙ্গবন্ধুর এই ম্যুারালটি স্থাপন করেছি, যেন সকলে বিভিন্ন দিবসে জাতির জনক বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পারেন।