মো:মুক্তার হোসেন,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে অন্যের এটিএম কার্ডে বুথ থেকে টাকা তোলার চেষ্টার সময় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় সিটি ব্যাংকের বুথ থেকে তাকে আটক করা হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আটক ব্যক্তির নাম-পরিচয় জানাননি। ওসি বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ ব্যাপারে তথ্য দেয়া যাবে।
ওসি জানান, আটক ব্যক্তি সকালে সিটি ব্যাংকের দুটি এটিএম কার্ড নিয়ে বুথে প্রবেশ করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি টাকা তোলার চেষ্টা করেন। টাকা তুলতে দেরি হওয়ায় বুথের প্রহরী তাকে আটক করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি শাহাদাত হোসেন খান বলেন, আটক ব্যক্তি রিকশা চালান। হয়তো কার্ড দুটি কোথাও কুড়িয়ে পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।