জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়। আহত হয়েছে আরো তিনজন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। নিহত চালক নয়ন মিয়া (২২) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রশিদনগর গ্রামের তরকিুল ইসলামের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়বুর রহমান বলেন, সকাল ১০ টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের চালক নিহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটি থানা হেফাজতে আছে।