নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল তথা সংবাদ মাধ্যমের জগত “দৈনিক সকালের কাগজের” প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন রূপালী খাঁন। গণমাধ্যম কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে, সংবাদ পত্রকে তিনি আপন প্রাণে মুগ্ধ হয়ে উঠেছেন। জানাগেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি ও সমাজ সেবক জনদরদী গণ-মানুষের বন্ধু খাঁন পরিবারের একমাত্র শিক্ষানুরাগী জনাব, মো: রূপালী খাঁন। বিশেষ করে তাঁদের বংশগত খাঁন পরিবারের রূপতত্ত¡কে অনেক অংশে মানুষের সেবা মূলক কাজে জাগ্রত করে তুলেছেন তাঁদের পরিবার-পরিজন। সে ক্ষেত্রে সমাজে তাঁদের ভুমিকা অতুলনীয় ।
এ বিষয়ে দৈনিক সকালের কাগজকে রূপালী খাঁন বলেন, আমি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে অনেক অংশে পছন্দ করি। সংবাদ মাধ্যম তথা সংবাদ কর্মীরা এদেশের আয়না কিংবা দর্পন স্বরূপ। আমাদের পরিবার-পরিজন যেভাবে সমাজের মানুষকে ভালো বাসতে শিখেছেন। তেমনী করে শিক্ষানুরাগী তথা বুদ্ধিজীবীদের কাতারে থাকা সাংবাদিক প্রিয় মানুষদেরকেও ভালো বাসতে শিখেছি। সুতরাং বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল “ দৈনিক সকালের কাগজকে” আপন প্রাণে ভালোবেসে প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন বলে জানান তিনি।
সকালের কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল হালিম নিশাণ বলেন, রূপালী খাঁন একজন সমাজের ভালো মানুষ বটে, তাঁদের পরিবার-পরিজন অত্যন্ত সমাজ সেবক মূলক কাজের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকেন। তিনি আমার অনলাইন নিউজ পেপার “দৈনিক সকালের কাগজের” প্রতিষ্ঠার পিছনে অনেক উৎসহ-উদ্ধিপনা দিয়ে অনেক অংশে সহযোগীতা করেছেন। তাঁর অবদান অনেক অংশে ব্যাপক ভুমিকা রাখবে। এ জন্য তাকে প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করায় তাকেসহ তার বংশচ্যুত সকল পরিবার-পরিজনকে স্বাগতম জানিয়েছেন তিনি।