এ এইচ নান্টু, রামপাল প্রতিনিধি:
রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠা বার্ষিকী পালব করা হয়। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তরফদার জিল্লুর রহমান, কামাল হোসেন,আলিয়ার রহমান, ফিরোজ আকুন্জী, আ. সাত্তার, শাহিনুর রহমান পলাশ, গাজী ইকবাল হোসেন, মল্লিক জিয়াউল হক জিয়া, মুরাদ হোসেন, আলী আকবর সম্রাট, জোবায়ের হাসান, সাইফুজ্জামান বাদশা, মাওলানা আলমগীর হোসেন, নাজমুল কবির বাদশা, তুহিন মোল্লা প্রমুখ। বক্তাগণ দলকে সুসংগঠিত করে গণতান্ত্রিকভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।