ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন টানা তৃতীয় বারের মত বেসরকারিভাবে নারিকেল গাছ মার্কা নিয়ে (স্বতন্ত্র প্রার্থী) ৬,৪২২ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়ে হ্যাট্টিক করলো।
এই নির্বাচনে মেয়র পদে মোট ৫ জন প্রাথী অংশগ্রহণ করে। বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দী আবুল কালাম আজাদ জগ মার্কা নিয়ে (স্বতন্ত্র প্রার্থী) পেয়েছেন ৩,৭৭৪ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুছ আলী মন্ডল (নৌকা মার্কা) পেয়েছেন ৩,৩৭৮ ভোট, মোঃ আব্দুল মান্নান মোবাইল মার্কা নিয়ে (স্বতন্ত্র প্রার্থী) ৮২৪ ভোট ও রিপন আহমেদ রানা রেল ইঞ্জিন মার্কা নিয়ে (স্বতন্ত্র প্রার্থী) ৯২ ভোট পেয়েছেন। তথ্যটি নিশ্চিত করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক।
নির্বাচনের দিন সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ৭৪টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯,৯৪৭ জন, যেখানে পুরুষ ৯ হাজার ৭৫৬ জন এবং মহিলা ১০ হাজার ১৯১ জন। এর মধ্যে ১৪,৪৮৮ জন ভোটাররা ভোট প্রদান করেছেন।