বন্দর প্রতিনিধি: বন্দরে ত্রান কমিটি গঠনের নামে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিনের বিরুদ্ধে। দেশের র্দূদিনে ত্রান কমিটি গঠন নিয়ে অর্থ বানিজ্যের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে ভ’ক্তভোগী ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে অর্থলোভী দুই নেতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে ওয়ার্ড পর্যায়ের একাধিক নেতা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। করোনা ভাইরাসে মধ্যে মদনপুরে দুই অর্থলোভী নেতা কর্তৃক ওয়ার্ডের নেতাদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় মদনপুরসহ বিভিন্ন এলাকায় এ নিয়ে দিনভর চলছে নানা আলোচনা ও সমলোচনা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুভাব ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের অসহায়দের মাঝে ত্রান বিতরনের উদ্যোগ গ্রহন করে। সে মতে মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিন ত্রান বিতরনের কমিটি গঠনের নামে মদনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট ১ হাজার করে চাঁদা আদায় করে নানা আলোচনা সমলোচনার জন্ম দেয়।
এ ব্যাপারে মঅভিযুক্ত আওয়ামলিীগ নেতা মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া জানান. করোনা ভাইরাসের কারনে সকল কম্পিউটারের দোকান বন্ধ। আনুসাঙ্গিক কাগজপত্র তৈরি করার জন্য ওয়ার্ডের নেতাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।