পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জোছনা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছ, চরবেষ্টিন গ্রামের একটি মাছের ঘের পাহাড়ার কাজ করতো জোছনার স্বামী রেজাউল করিম। সেই ঘেরের ঘরে বসবাস করতো তারা। রোববার ওই ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় জোছনার লাশ দেখতে পায় তার স্বামী ও প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে রাঙ্গাবালী থানা পুলিশ।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, জোছনা ও তার স্বামীর সঙ্গে সাংসারিক কোলহ ছিল বলে জানতে পেরেছি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।