অনলাইন ডেস্কঃ
আমি টিভিএস এ জব করতাম। আমার গানের গলা শুনে টিভিএস কোম্পানি আমাকে টিভিএস এর থিম সং তৈরি করতে বললেন আমি কোরে দিলাম। পরবর্তীতে আমার মৌলিক গানের জন্য টিভিএস স্পন্সর করলেন। নতুন গান কেমন হবে সেই চিন্তা ভাবনা মাথার মধ্যে। অনেক বাজেটের ব্যাপার গানটি ভাবলাম কিভাবে কি করা যায়। আমার বন্ধু পাওয়ার ভয়েস এর মাসুম তার সাথে আমার অনেক ওঠাবসা। তাকে গিয়ে বললাম আমি একটি মৌলিক গান করতে চাই যেটা ভারতের মতো হবে। বন্ধু কয়েকটি গান শোনাল, আমি বললাম আরো কয়েকটি শোনাও। হঠাৎ বন্ধু আমার সামনেই আহারে আহারে কি মায়া লাগেরে বলে সুর দিলো। আমার এক নিমেষে পছন্দ হয়ে গেল। ভাবলাম গানটি কম্পোজিশন করব বাপ্পা মজুমদার দাদার এর কাছে। বাপ্পাদার সাথে কথা হলো বাপ্পাদা অনেক ব্যস্ত থাকায় মীর মাসুম ভাইয়ের কাছ থেকে গানটি কম্পোজিশন করে নিলাম। গানটি জি-সিরিজ থেকে এসেছে মায়া লাগেরে শিরোনামে। আমার সবচেয়ে ভালো লাগা গান ইটি। গানটি জি সিরিজ এ দেওয়ার পর অনেক নাটক সিনেমায় গানটি নিতে চেয়েছে বাট আমি দিতে পারি নাই। জি-সিরিজ আমাকে সেটি দেয়নি। সমস্যা নাই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। গানটির অনেক সাড়া পাচ্ছি আরো অনেক সাড়া পাব ইনশাআল্লাহ। পরিশেষে ধন্যবাদ জানাই গানটির নিউজ করার জন্য আমার বন্ধু বর সম্রাট কে।