জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সুযোগ্য পুত্র মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব রাহাত মালেক শুভ্র এর সার্বিক সহযোগীতায় সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ ত্রাণ বিতরণ করেছেন। সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগী বিতরণ হয়। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের সঞ্চালনা ও সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর হোসেন খান মুহিত এর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল আলম। সভার উদ্বোধন করেন হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন খান জ্যোতি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফাজ উদ্দিন মাস্টার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শামীম খান, ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এইচ এম রনি, বালিয়াটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান অন্তর ও নাঈম খান সহ উপজেলা আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নের্তৃবৃন্ধ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।