মো. মহসিন রেজা,শরীয়তপুর।।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা মূলফতগঞ্জ বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে দোয়া ও কোরআন শরীফ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যেমে উপস্থিত ছিলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অনল কুমার দে, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক,নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, চিশতিয়া নগর খানকায়ে চিশতিয়া দরবার শরীফের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম মুরসালিন। অনুষ্ঠানে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শরীয়তপুর ও বাংলাদেশের উন্নয়নের ১৫ মিনিটের একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে নড়িয়া উপজেলার সাধারন মানুষ, ও জেলেরা তাদের মাছ ধরার নৌকা নানান রঙ্গে সাজিয়ে নিয়ে এসেছেন। দোয়া অনুষ্ঠান শেষে আলেম উলামাদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও অর্থ বিতরন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এসময় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বলেন বাংলাদেশের এখন উন্নয়নের রোল মডেল,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের আজ অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমরা আজ প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে তার জন্য সকলে দোয়া করবো।