ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজন ঘোড়াঘাট উপজেল পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে উদ্বুদ্ধ করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের পরিচালক, মনিটরিং ও ব্যবস্থাপনা (কেন্দ্রীয় অঃ) শহিদুল করিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আব্দুর রাজ্জাক, ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম আব্দুল আলীম ও উপজেলা বিএডিসি কর্মকর্তা রাশেদুজ্জামান সুজন প্রমুখ।