||মো. মহসিন রেজা, শরীয়তপুর||
শরীয়তপুর অনলাইন এন্ড প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় শরীয়তপুর এসপি অফিস সংলগ্ন অনলাইন এন্ড প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কতৃক সাংবাদিকদের সাথে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কর্মশালা করা হয়। এরপর জেলার মোট ২১ জন সাংবাদিকের মাঝে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কতৃক কর্মশালার সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম, জেলার অনলাইন এন্ড প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন’র সভাপতি ফিরোজ খান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা শাখা’র সভাপতি (আরজেএফ) এডভোকেট মাসুদুর রহমান এবং জেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷