সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা হতে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১১’র অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড পদ্ম এক্সক্লুসিভ লিঃ বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা কালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সোহেল মিয়া (৩৬) ও মোঃ আরিফুল ইসলাম মজনু (৩৮)’কে গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৫,৯০০ টাকা উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা করে অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।