||এস এম আরিফুল ইসলাম জিমন,দিনাজপুর||
দিনাজপুরের ঘোড়াঘাটে করোনাকালীন সময়ে দীর্ঘ ৫৪৪ দিন পর ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরিসহ ১১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হয়েছে।
ঘোড়াঘাট উপজেলার স্কুল-কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও মুখরিত হয়ে উঠেছে। এ সময় শিক্ষার্থীদের সবান দিয়ে হাত ধুয়ে স্যানিটাইজ করে চকলেট ও ফুল দিয়ে স্বাগত জানিয়ে মাস্ক বিতরণের মধ্য দিয়ে ক্লাস শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পঞ্চম শ্রেণী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন অন্যান্য শ্রেণীর একদিন করে ক্লাস হবে। দীর্ঘদিন পর স্কুল-কলেজ খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃনদ।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার প্রামাণিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, ঘোড়াঘাট উপজেলায় ৬৮ টি প্রাথমিক, ২৫ টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা, ৫ টি কলেজ ও কারিগরিসহ ১১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হয়েছে।