লালমনিরহাট, স্টাফ রিপোর্টার:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউণ্ডেশনের বাস্তবায়নে তিন মাসব্যাপি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুক্রবার সকালে পরিদর্শন করেন লালমনিহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ রফিকুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল মান্নান। প্রশিক্ষণ কোর্সে উপ-পরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও কম্পিউটারের গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের উদ্যোক্তা সৃষ্টি হওয়ার লক্ষ্যে আহ্বান জানান । প্রফিট ফাউন্ডেশন এর এই ধরনের কার্যক্রম সমাজে শিক্ষিত নারী-পুরুষের কর্মসংস্থানের ইতিবাচক ভূমিকা প্রশংসনীয় দাবিদার হিসেবে মনে করি। এ সময় আরো উপস্থিত ছিলেন মদাতী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, পিএফ এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ প্রশিক্ষক রফিকুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ।