নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন আর মাত্র তিন মাসের ব্যবধানে কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন মহলে দৌঁড়ঝাঁপ শুরু হয়েছে। জানাগেছে, গত সোমবার সরকারি বিধি মোতাবেক এক সিদ্ধান্তে বর্তমান বছরের ডিসেম্বর মাসের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচনের এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমান সময় উপযোগী হঠাৎ এক সিদ্ধান্তে বর্তমান জনপ্রতিনিধিদের রাজনৈতিক ললুপোতায় তারা অনেক অংশে দৌঁড়ঝাঁপের ঊর্ধ্বে। বিশেষ করে এবছরের সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে নতুন প্রার্থীদের দৌড়াত্মা বেশি রয়েছে। এরি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছেন ২,৩,৪,৬ ও ৮ নিয়ে অংশে জটিলতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিন সমীক্ষায় দেখা যায়, ফেয়ার এবং বস্তুনিষ্ঠ নির্বাচনের দাবি এলাকাবাসীর মতে। মানুষের বাকস্বাধীতা ও আস্থা ফিরে পাওয়ার লক্ষে সুষ্ঠু একটি নির্বাচনের দাবি প্রতিটি মহলে। এবিষয়ে সাধারণ নতুন মূখ নির্বাচনী প্রার্থীদের মতে, তারা সুষ্ঠু একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনের দাবি করেন। তাহলে সাধারণ ভোটারদের মতেও,অনেক অংশে নির্বাচনী আস্থা ফিরে পাবে। তারা আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। কারণ যার অবৈধ অর্থ আছে, সে নির্বাচনে জয়ী হবে। এটা তাহলে ব্যক্তি ভোটারদের কাছে আস্থা রইলো না। আস্থা মাত্র একটাই, সকলের ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে যেসকল জনপ্রতিনিধি বিজয়ী হবে। তাহলে আমাদের মনেও কোন অংশে কষ্ট থাকবেনা বলে জানান তারা।