সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা হতে ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।র্যাব-১১’র একটি আভিযানিক দল গতকাল (২৫ আগস্ট) বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো: মোঃ কবির হোসেন (২৩) ও শ্রী রাজেন দেবনাথ (২২)।
অনুসন্ধানে জানাযায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণচর এলাকার আবদুর রহিম এর ছেলে এবং অপর আসামী শ্রী রাজেন দেবনাথ একই এলাকার শ্রী দুলু নাথ এর ছেলে। আসামীরা দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রী সেজে তাদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে করে অভিনব পদ্ধতিতে, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে। ঢাকা-নারায়ণগঞ্জ এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।