স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রফিট ফাউন্ডেশন এর উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আর্থিক সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্পের আওতায় ভোটমারি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন পিএফ এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ, ভোটমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী, উত্তরণ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লায়লা ইয়াসমিন, ডা: চন্দনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান, আফজাল উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফরহাদ হোসেন সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, এলাকার শিক্ষিত নারী- পুরুষ সেমিনারে অংশগ্রহণ করেন।