মো. মহসিন রেজা, শরীয়তপুর।।
১৫ আগস্ট ১৯৭৫ সাল বাঙ্গালী জাতির জন্য একটি কলংকিত দিন এই দিনে বাংলাদেশ স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবার দেশী বিদেশী ষড়যন্ত্রের শিকার হয়ে নির্মমভাবে হত্যার শিকার হন।
শরীয়তপুরে ১৫ আগষ্ট রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৫ আগস্ট ১৯৭৫ সালের কালো রাতে শাহাদাতবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর পৌরসভার মেয়র পারভেজ রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগের অন্যেন্য ভ্রাতৃপ্রতিম সংগঠন জেলা উপজেলা প্রশাসনসহ জেলার সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই,মোঃ সাইফুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)।
এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন অপু’র পক্ষে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন জেলা প্রশাসন।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকায় জেলা শহরে কোথাও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজের আয়োজন ছিলোনা।