সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবু।গতকাল (৫ আগষ্ট) বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগমের সাক্ষরিত এক পত্রের সূত্রে সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত ২২ জুলাই ২০২১ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়। উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়ন বিধিমালা ২০১০ এর ১৫ বিধি অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম সুস্থ্য ভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্যানেল-১ আওয়ামীলীগ নেতা বাবুল ওমর বাবুকে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করেন।