সোহাগ আহমেদ,ঢাকা:
রাজধানীর ডেমরায় হাজী হোসেন প্লাজার নিউ কেয়া স্বর্ণের দোকান থেকে প্রায় ২’শ ভরি স্বর্ণ ও তিন লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনা পরিদর্শন করেন। জুয়ের্লাস মালিক কমল পাল জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাত আটটায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। মঙ্গলবার সকালে খবর পেয়ে এসে দেখে দোকানের তালা ভাংগা ও সিন্দুকে কোন স্বর্নালঙ্কার নেই।
তিনি আরো জানান, তার দোকানে নিজের ও বিভিন্ন ক্রেতাদের প্রায় ২’শ ভরি স্বর্ন ও প্রায় নগদ ২ লক্ষ টাকা ডাকাতি হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ জানায় ডাকাতদের মার্কেট সম্পর্কে বেশ ধারনা রয়েছে প্রথমে তারা মার্কেটের ও স্বর্নের দোকানের সিসি ক্যামেরা ভাংচুর করে ও মার্কেট অফিস থেকে ক্যামেরা মেশিন নিয়ে যায়। ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার প্রাথমিক ভাবে ধারনা করছেন ঘটনাটি রহস্য জনক, লায়ন্স সিকিউরিটির সার্ভিসের মার্কেট নৈশ প্রহরী মোস্তাফাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বাকী দুজন পলাতক রয়েছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে। এই ডাকাতির ঘটনায় ডেমরা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।