নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ঘটনায় ৫২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিকড় উত্তোলন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
আজ ১০ জুলাই ২০২১ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ঘটনার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের লেজুরবৃত্তিকে দায়ী করে বলেন, “মর্মান্তিক এ দূর্ঘটনায় এ পর্যন্ত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ১২-১৫ বছরের কিশোর। এখনো অনেক শ্রমিক নিখোঁজ। অপরিকল্পিত ভবন, একটি মাত্র প্রধান ফটক, অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা, শ্রমিকদের যাতায়াতের সিড়িতে তালা, সর্বোপরি শ্রম আইন লঙ্ঘন করে কারখানা পরিচালনা এ দূর্ঘটনার জন্য দায়ী। কিছু দিন পর পর এমন একেকটি দূর্ঘটনা ঘটে আর শ্রমিক সংগঠনগুলো নিয়মতান্ত্রিক শোক প্রকাশ, প্রতিবাদ, বিবৃতিতেই সীমাবদ্ধ থাকে। ঘটনার রেশ যখন কেটে যায় তারাও থমকে যায়।”
তিনি আরো বলেন, “আমরা অতীতে দেখতে পেয়েছি ইতিপূর্বে রানাপ্লাজা, তাজরীন ফ্যাশন, স্প্যাকট্রাম ও বাঁশখালীসহ শতাধিক ঘটনায় হাজার হাজার শ্রমিককে হত্যা করার পরও হত্যাকারীদের কোন শাস্তি হয়নি। এমনই নিন্দনীয় বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তিই নারায়ণগঞ্জের এ ঘটনার জন্য দায়ী। শ্রমিকদের কর্ম পরিবেশ উপযোগী কারখানা প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। কিন্তু আমাদের বেশির ভাগ শ্রমিক সংগঠনগুলোর নেতারা লেজুরবৃত্তি করে নিজেদের আখের গুছাতে ব্যস্ত। শ্রমিকদের নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার আদায়ের বিষয়টি তাদের কাছে বরাবরই উপেক্ষিত। তাই সময় হয়েছে পুঁজিবাদী মালিকদের পাশাপাশি এসব অসাধু শ্রমিকনেতাদের বিরুদ্ধেও জেগে উঠার। তবেই এদেশের নির্যাতিত নিপীড়িত শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”