সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁও মোগরাপাড়া এলাকায় ৫ জন জুয়ারীকে গ্রেফতার করেছেন র্যাব। গত শনিবার (৩ জুলাই) রাত ৫ টা ৪০ মিনিটের সময় র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকায়।অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার নগদ ৩১,৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৫ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ আমীর হোসেন (৩৭), নারায়নগঞ্জ।মোঃ মুকুল হোসেন (৩৮), জেলা- নারায়নগঞ্জ।মোঃ শাহীন হোসেন (৪০), জেলা- নারায়নগঞ্জ।শ্রী নিকেশ চন্দ্র দাস (৩৯), জেলা- নারায়নগঞ্জ ও মোঃ জহিদুল হক @ জাইদুল (৩৮), জেলা- লালমনিরহাট।
অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।
আরো জানাযায়, তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ সম্রাট তালুকদার জানান, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।