নিজস্ব প্রতিবেদক:
চীনের কমিউনিস্ট পার্টির শততম বার্ষিকী উপলক্ষে পার্টির সকলস্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় এসব কথা বলেন। তারা বলেন, ১৯৪৯ সালে মহান কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চীনের (পিপলস রিপাবলিক অব চায়না) জন্ম হয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। সেই থেকে চীনকে প্রগতির পথে চালিয়ে নিয়ে যাচ্ছে সিপিসি। একশ বছরে সিপিসি চীনদেশকে এগিয়ে নিয়ে গেছে প্রগতি ও সমৃদ্ধির পথে। সিপিসির এই গৌরবজনক অভিযাত্রায় প্রধান অবদান রয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সমাজতন্ত্রের আদর্শে জীবন উৎসর্গ করা নেতা কর্মীদের। চীনের সভ্যতা পাঁচ হাজার বছরের বেশি প্রাচীন। সেই উত্তরাধিকার যেমন রয়েছে তেমনি বর্তমান চীনের রয়েছে আধুনিক গণমুখী দৃষ্টিভঙ্গী। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়েই গড়ে উঠেছে আজকের চীন। কমিউনিস্ট পার্টির একেবারে শীর্ষস্তর থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত যদি বলিষ্ঠ নেতৃত্ব এবং সুসংহত পরিকল্পনা না থাকতো তাহলে এটা সম্ভব হতো না। নেতৃদ্বয় বলেন, চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিনপিং একজন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী নেতা। তিনি সিপিসিরও জেনারেল সেক্রেটারি। তার সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণের মতো এ বিশাল অর্জন সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট সি চিনপিং তাঁর বলিষ্ঠ ও জনদরদী নেতৃত্বের মাধ্যমে চীনকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছেন। আমরা চীনের আজকের নেতৃত্বে প্রতি জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। Bangladesh NAP greets Communist Party of China on 100th founding anniversary Bangladesh National Awami Party (Bangladesh NAP) has greeted the Communist Party of China (CPC) on the occasion of the 100th founding anniversary of the party. Chairman of Bangladesh NAP Jebel Rahman Ghaani and Secretary General M. Golam Mostafa Bhuiyan congratulated the all-level leaders and activists of the CPC. The two leaders gave their congratulatory message through a joint media statement issued on Thursday (July 1). Jebel Rahman Ghaani and Golam Mostafa Bhuiyan said that People’s Republic of China began its historic journey in 1949 through the Great Communist Revolution under the leadership of the CPC. Since then, the Communist Party of China has been taking their country on the path of progress and development. In its 100 years of journey as a party, the CPC has been working for their country and others since its inception. The main contribution of the party to this glorious journey is creation of a large number of its leaders and workers who have dedicated their lives to the ideal of socialism, said the two NAP leaders in the statement. They further said that Chinese civilization is more than five thousand years old civilization. However, modern China has a modern people-oriented outlook. Today’s China is built on a combination of tradition and modernity. Thses would not have been possible without the strong leadership and coherent planning of the CPC. The two leaders said that incumbent president of China Xi Jinping is a very wise and far-sighted leader. He is also the General Secretary of the CPC. Under his efficient and charismatic leadership, this huge achievement like poverty alleviation has been possible. “We have read his book. We have also learned many of his memorable sayings. President Xi Jinping is leading China to the pinnacle of development through his strong and compassionate leadership,” they said.