নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর ঘুশেরবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১’র সিপিএসসি’র অভিযানে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন সরকার (২৬)।
এবিষয়ে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানাযায়, জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় সাব্বির আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছেন। রিক্সার গ্যারেজের ব্যবসার আড়ালে তাঁরা ফেন্সিডিলের আখড়া চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত গ্যারেজ হতে মাদক ব্যবসায়ী ইমন সরকার’কে গ্রেফতার করা হয়। পরে গ্যারেজে নিবিড় তল্ল¬াশী করে মাটি খুড়ে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো বিক্রির জন্য অভিনব কৌশলে মাটির নিচে প্ল¬াস্টিকের ড্রামে ভর্তি করে মজুদ করে রেঁখেছিল।
আরও জানাগেছে, গ্যারেজের মালিক সাব্বির আলম রাজশাহী এলাকা হতে আম ভর্তি ট্রাকে, আমের চালানের সাথে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে এসে, নারায়ণগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করতেন। ইমন সরকার মাদক ব্যবসায়ী সাব্বির আলমের সহযোগী হিসেবে কাজ করতেন।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী( পিপিএম) বলেন, ফতুল্লা এলাকার অভিযুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।