মো.মহসিন রেজা, শরীয়তপুর:
শরীয়তপুরে আগামী ৫ জুন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে। শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ৩ জুন সকাল সাড়ে দশটার দিকে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের ক্যাম্পেইনে জেলায় মোট ১৩ লক্ষ ৫১ হাজার ৯২ জনসংখ্যার মধ্যে মোট ১ লক্ষ ৬৯ হাজার ৯৮৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য মোট ১ হাজার ৬শ ৩৮ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ৩ হাজার ২৭৬ জন সেচ্ছাসেবী কর্মী থাকবেন। তিনি আরো জানান আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন, ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পে নিয়ে আসার অনুরোধ জানান অভিভাবকদের। জেলা ইপি আই সুপারিনটেনডেন্ট মো. মোজাম্মেল হক এর উপস্থাপনায়, জেলা সিভিল সার্জন ডা. এস এম আবদুল্লা আল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ শাহিনূর নাজিয়াসহ জেলার ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।