নরসিংদী প্রতিনিধি :
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি নিবারণ রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, কোষাধ্যক্ষ মো: সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম, সাংবাদিক বাদল কুমার সাহা, হলধর দাস, মো: জসিম উদ্দিন, জাকির হোসেন ভূইয়া, এটিএম মোস্তফা বাবর, আকরাম হোসেন, তোফায়েল আহমেদ স্বপন, কামরুল হাসান সোহেল প্রমূখ। বক্তাগন বলেন, দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়ার অবস্থান এবং আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান ছিল এক ও অভিন্ন। দৈনিক ইত্তেফাক এদেশের মানুষের মুক্তির পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে প্রতিটি ক্লান্তিলগ্নে। মানিক মিয়া চিরদিন এদেশের মানুষের মণি কোঠায় চির জাগ্রত হয়ে থাকবেন।