নাজিম উদ্দিন রানা,লক্ষ্মীপুর:
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, (বর্তমান এমপি) এ.কে.এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর শহরের নির্মাণাধীন বহুতল ভবনের সৌন্দর্য রক্ষায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার অভিযোগ উঠেছে । শনিবার সকালে হঠাৎ শহরের চকবাজার এলাকায় জেলা পরিষদ থেকে বন্ধোবস্ত নেওয়া দোকান গুলো ঘুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে ওই ব্যবসায়ি এবং দোকান মালিকদের মধ্যে চরম কষ্ট ও অসন্তোষ দেখা দেয় এবং কি উচ্ছেদের সময় দোকানের মালিক মহিলাসহ পুরুষরা কাঁদতে কাঁদতে মূল সড়কে লুটিয়ে পড়ে অচেতন হতে দেখা যায়।এ সময় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ এর নেতৃত্বে একদল শ্রমিক নিয়ে এ অভিযান চালায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের অভিযোগ আমাদেরকে দায়সারা ভাবে এবং এক দুই দিন আগে নোটিশ দিয়ে দোকান ভাংচুর শুরু করে। এতে করে দোকানে থাকা প্রচুর মালামাল সরাতে পারেন নি বলে অভিযোগ ব্যবসায়িদের। এছাড়া ব্যবসায়ি মালিকরা আইনি কোন ব্যবস্থা নিতে পারে নি।ব্যবসায়িরা আরো জানান, জেলা পরিষদ থেকে বন্ধোবন্ত নিয়ে বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে দোকান গুলো (চান্দিনা ভিটা) ভোগ দখল করে আসছিলেন তারা।এ বিষয়ে ঘটনা স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ মাসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদের কাছে জানতে চাইলে তারা গনমাধ্যমকর্মিদের সাথে কোন কথা বলতে রাজি হননি। এই উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে লক্ষীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন রাস্তার প্রসস্থ বাড়ানোর জন্য সড়ক ও জনপদ বিভাগ কে ৪ শতাংশ সম্পত্তি দেওয়া হয়েছে। বাকি সম্পত্তি জেলা পরিষদে থাকবে বলে জানান তিনি ।