নিজস্ব প্রতিবেদক:
দেশ এক কঠিন সঙ্কটকাল অতিক্রম করছে। যে দেশের জন্মের বেদনার সাথে রয়েছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষরা আজ সে দেশেই করোনাকালে সেই মানুষরাই কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, শাসকগোষ্টি ও তাদের দোষররা কৃষকের বুকে-শ্রমিকের বুকে গুলি করেতেও দ্বিধা করছে না। আর এই কৃষক-শ্রমিক-মেহনতির মানুষের মুক্তির জন্যই আজীবন রাজনীতি করেছেন এডভোকেট আবদুল মোবিন ও শেখ শওকত হোসেন নিলু। বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর বনশ্রিতে এসবিকেএস মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক পার্টি চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিনের ৬ষ্ট ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট আবদুল মোবিন স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার কঠোর লকডাউনের চলাকালীন সময়েও গণবিরোধী অনেক কাজ করেছে। এই সময়ে তারা শ্রমিকের বুকে গুলি করেছে। অসাধু ব্যবসায়ীরা শাক-সবজি থেকে শুরু করে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে ব্যাপক লুটপাট করেছে। কিন্তু এ ক্ষেত্রে সরকারের কোনো কার্যকর মনিটরিং ব্যবস্থা করেনি। অন্যদিকে সরকার মধ্যমআয়ের মানুষ থেকে হতদরিদ্র মানুষ পর্যন্ত সকলের সঙ্গে ত্রাণের নামে মশকরা করেছে। সাধারন মানুষের এমন দু:সময়ে তাদের পক্ষে কথা বলার জন্য শেখ শওকত হোসেন নিলু ও এডভোকেট আবদুল মোবিনের মত মেধাবী, সাহসী নেতৃত্বের প্রয়জোন ছিল। স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক কৃষক মো. মহসীন ভুইয়া, সংগঠনের সদস্য মাসুদুর রহমান. সৈয়দ এমদাদুল হক মিলন, এবিএম রেজাউল ইসলাম, আবদুর রহমান প্রমুখ। এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, শেখ শওকত হোসেন নিলু ও এডভোকেট আবদুল মোবিন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাদের যে স্বপ্ন আজও পুরুন হয় নাই। তাদের সেই স্বপ্ন পুরুনে আমাদের আরো বেশী সোচ্চার হতে হবে। জনগনকে ঐক্যবদ্ধ করে লুটেরা গোষ্টির বিরুদ্ধে একটি দেশপ্রেমিক রাজনীতি প্রতিষ্টার লড়াই অব্যাহত রাখতে হবে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, বর্তমান সরকারের অপরাজনীতির কারনে গণতান্ত্রিক সংস্কৃতির অবক্ষয় হয়েছে। উদার ও গণতান্ত্রিক একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে এডভোকেট আবদুল মোবিন ও শেখ শওকত হোসেন নিলুর মত রাজনৈতিক ব্যাক্তিত্বের অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে।