আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পাখিদের মধ্যে শালিক নামক পাখিরা মানুষের জনবসতির আশপাশে থাকতেই বেশি ভালবাসে। এ দেশের গ্রামবাংলার নানা প্রজাতির শালিক পাখিরাও পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে হারিয়ে যাচ্ছে। পাখিদের মধ্যে শালিক পাখি অনেক প্রজাতি রয়েছে তা হলো বামন শালিক, চিতা শালিক, ঝুঁটি শালিক, গাঙ শালিক, ভাত শালিক, গোবরে শালিক, ময়না এবং কাঠ শালিক।উল্লেখ্য এসব প্রজাতির শালিক পাখি এখন আমাদের শহরে এবং গ্রামগঞ্জে আর দেখা যাই না।
ভাত শালিক ভাত শালিক সবকিছুই খায়। এরা মানুষের বসতবাড়ির আশপাশে থাকতেই ভালবাসে। মানুষের আহার্য ভাত, তরকারি, চাল, চিড়া, মুড়ি খেতে এরা অভ্যস্ত। এমনকি সুযোগ পেলে জানালা দিয়ে ঘরে ঢুকে খাবার খেয়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হাজার বছরের পরিচিত ভাত শালিক আজ বিলুপ্তির পথে।
এছাড়াও অসংখ্য প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে। এবং আরো অনেক পাখি হারিয়ে যেতে বসেছে। যার মূলত কারণ হল নির্বিচারে বৃক্ষনিধন এবং জমিতে ব্যাপক কীটনাশক প্রয়োগ এর ফলে দেশ থেকে এসব পাখি হারিয়ে যাচ্ছে।