নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বুধবার ৩১ মার্চ আগামী ২ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক এইচ এম শাহরিয়ার আসিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভা পরিচালনা করবেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব এটিইউ আহাদ চৌধুরী শাহিন।