মো.আবু রায়হান চৌধুরী:
‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ – এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। ১৫ই মার্চ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার দিবস লেখা সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী, হোমনা বাজারে বিভিন্ন দোকান পাটে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও র্যালী শেষে উপজেলা অডিটরিয়াম কক্ষে এসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা প্রকৌশলী মু. জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খাদিজা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার মো. রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ ভট্রাচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন – প্রধান শিক্ষক জলি আক্তার, সোহেলী আক্তার, টিউলিপ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক হাসনা হেনা,সাংবাদিক আব্দুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. আক্তার হোসেন, মাইনুল হাসান মিশুক, মনিরুজ্জামান মনির, রাশেদুল ইসলাম প্রমূখসহ উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্ত-কর্মচারি,শিক্ষক – শিক্ষিকা ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।