নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে অপর নিখোঁজ রাকিবের (২০) মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী পশ্চিমপাড়া রাজআলী কান্দার পিছনে মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে মদন থানায় খবর দেয়। রাকিব ময়মনসিংহ সদর উপজেলার সিকতা ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতি টেঙ্গা জামিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১৮। উদ্ধারকৃত ওই মরদেহ বৃহস্পতিবার সকালে ভাই রাজিবের হাতে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। কমিটির অন্য সদস্যগণ হলেন, স্বা¯’্য ও প:প: কর্মকর্তা ফখরুল হাসান চৌধুরী টিপু , ওসি মোঃ রমিজুল হক, মদন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আহমেদুল কবির। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান,নিখোঁজ মাদ্রাসা শিক্ষক রাকিব নামের আরো একটি লাশ বৃহস্পতিবার উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১৮ । এ ঘটনায় আমাকে আহবায়ক করে জেলা প্রশাসেনর পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কাজ চলমান। গত বুধবার দুপুরে উপজেলার গোবিন্দশ্রী হাওরে রাজআলী কান্দা নামক¯’ানে নৌকা ডুবে ৪৮ পর্যটকের মধ্যে ১৮ জন নিখোঁজ হয়। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করেন।