নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সোনারগাঁও থানার বিতর্কিত (ওসি) মো: মনিরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। থানার বিভিন্ন অনৈতিক কার্য-কলাপের সাথে জড়িত ছিলেন তিনি। এলাকার সাধারন নীরহ মানুষকে অবৈধ অর্থের জন্য জিম্মি করে রেখে ছিলেন। এবিষয়ে একাধিক সূত্রে অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। মানুষ অনেক কাজের ক্ষেত্রে এবং তার কর্মকান্ডে মূখ-ফুটে নারাজ হয়ে পড়েছিলেন। সে ক্ষেত্রে (ওসির) বিরুদ্ধে নানা প্রকার অনিয়ম তুলে , না.গঞ্জ পুলিশ সুপারসহ । পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিক দপ্তরে অভিযোগ প্রদান করেন স্থানীয় এলাকার সচেতন মহল।
গতকাল রাঁতে বিশেষ সূত্রে জানাগেছে, সোনারগাঁও থানার (ওসি) মো: মনিরুজ্জামানের পরিবর্তে, বন্দর থানার (ওসি) মো: রফিকুল ইসলামকে তাঁর পদে প্রদান করা হবে আজ বৃহস্পতিবার থেকে।