কে এম রাজীবঃ
বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইট এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী মোঃ মোখলেসুর রহমান বাদল এর সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় আইনজীবী সমিতির ৩ নং বারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী মোঃ মোখলেসুর রহমান বাদল উপস্থিত আইনজীবীদের মধ্যে আইনি প্রক্রিয়া ( DLD) বই প্রদান করেন। এসময় তিনি বলেন, আমি আপনাদের মাঝে আরও আগে আসার কথা।কিন্তু করোনাকালীন সময় থাকাতে আমার আসা সম্ভব হয়ে উঠেনি। আমরা বার কাউন্সিল থেকে উদ্দ্যোগ নিয়েছি জেলার প্রতিটি বারে আইনজীবীদের এধরনের আইনি বই প্রদান করা হবে বলে জানান আইনজীবী মোঃ মোখলেসুর রহমান।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ মোক্তার আহমেদ, সাধারণ সম্পাদক পদ প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।এসময় সভায় বিজ্ঞ আইনজীবীরাও উপস্থিত ছিলেন।