নিজস্ব প্রতিবেদক:
এবার রাশিয়ায় আবিষ্কৃত ও উৎপাদিত স্পুটনিক ভি ভ্যাকসিন বাংলাদেশে আনার অনুমোদন দিয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ সংক্রান্ত একটি অনাপত্তি পত্র ইস্যু করেছেন।
আপাতত ১০০০ স্পুটনিক ভি ভ্যাকসিন দেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই টিকা ব্যবহার করা হবে শুধুমাত্র পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান কর্মীদের জন্য। এই টিকা আনার অনুমতি চেয়ে ওই প্রকল্পের পক্ষ থেকেই আবেদন জানানো হয়েছিল বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।সূত্র জানায় খুব দ্রুত সময়ের মধ্যেই ওই টিকা দেশে আসবে।