সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া আদমজী ইপিজেড এলাকায় কাউন্সিলর মতি বাহিনীর সন্ত্রাসী হামলায়, সিরাজ মন্ডলের রাজনৈতিক কর্মী সদস্যদের উপর অপরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় সুমিলপাড়া আদমজী ইপিজেড রেললাইন পকেট গেইট এলাকায় কাউন্সিলর মতি বাহিনীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে হামলা চালান, সিরাজ মন্ডলের রাজনৈতিক কর্মীদের উপর।
প্রত্যক্ষদর্শীদের মতে, আদমজী ইপিজেড প্রায় ৫০/৬০টি কোম্পানী দখল করে ব্যবসা পরিচালনা করে যচ্ছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। এধনের ব্যবসায়ী কাজের কোন প্রকার উস্কানি কিংবা ইন্দন হলে ‘মারুহিশা’গার্মেন্টস কোম্পানীর মালামালকে কেন্দ্র করে তুচ্ছ একটি সূত্র ধরে মারপিট চালান। সুমলিপাড়া এলাকার মূলহোতা আশরাফ মিয়া, গুজা লিটন, পানি আক্তার, মানিক মাষ্টার আরো অজ্ঞাত শতাধিক লোকজন
নিয়ে হামলা চালাতে থাকেন। এবং একপর্যায় হামলার শেষে দ্রুত সটকে পরেন অভিযুক্তকারীরা।
গুরুত্বর হামলার আহত কারীরা হলো- কাওসার(২৫) পিতা আলাউদ্দিন খান, সজল(২৩) পিতা অজ্ঞাত, হেলাল(২৫) পিতা অজ্ঞাত ও আরো অজ্ঞাত ১০/১২ জন আহত হন বলে জানান। গুরুত্বর আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাযায়।
এবিষয়ে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল জানান, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, কিছু সংখ্যক অসাধুচক্র এধরনের হামলার সূত্রপাত ঘটায়। তাঁরা দিন দিন আমাকে কিংবা আমার কর্মীদেরকে হামলা-মামলা দিয়ে নানা সময়ে একের পর এক ঘটনা চালিয়ে যাচ্ছেন। এ কারণে আমি অনেক সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
মানিক মাষ্টার মুঠোফোনে বলেন, ভাই আমরা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে নির্বাচনে সকাল ৯টা থেকে দায়িত্ব পালন করতেছি। এধরনের তথ্যে আমি কিছু জানিনা। তবে মুঠোফোনে অনেকের মাধ্যমে ওই সকল ঘটনাটি জানতে পেরেছি বলে জানান তিনি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, সুমিলপাড়া আদমজী ইপিজেড এলাকায় দুই গ্রুপের মারামরির ঘটনায় কোন মামলা হয়নি। তবে মামলা হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।